1. jmitsolution24@gmail.com : support :
  2. sch110676@gmail.com : UTTTAR RAMJANPUR JUNIOR GIRLS HIGH SCHOOL : UTTTAR RAMJANPUR JUNIOR GIRLS HIGH SCHOOL

প্রতিষ্ঠান পরিচিতি

সবুজ শ্যামলীময় ভরা ছায়া ঘেরা সুদৃশ্য পরিবেশ মাথা উঁচু করে আজকের যে উত্তর রমজানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দাড়িয়ে আছে তা একদিনের নয়। এর প্রতিষ্ঠার কিছু ইতিহাস, কিছু তথ্য জানা প্রয়োজন। যতদূর জানা যায় তার উপর নির্ভর করেই নিম্নের এই তথ্যগুলো প্রদানের ক্ষুদ্র প্রয়ান সন্নিবেশিত করলাম।

উত্তর রমজানপুর গ্রামের ইতিহাস: স্থানীয় প্রবীন গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে জানা যায় যে, ইংরেজ শাসনামল থেকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলাধীন রমজানপুর ইউনিয়নের ইত্তর প্রান্তে এলাকাটি অবস্থান করায় গ্রামটির নাম উত্তর রমজানপুর করা হয়।

অবস্থান ও পরিবেশ  : মাদারীপুর জেলার কালকিনি উপজেলাধীন রমজানপুর ইউনিয়নের উত্তর প্রান্ত উত্তর রমজানপুর গ্রামটি অবস্থিত। গ্রামটি খুব কাছ থেকে পালর দি নদী বহমান হয়ে আঁড়িয়াল খা নদীতে পতিত হয়েছে। অন্যদিকে গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে পাকা সড়ক যা বৃটিশ আমল থেকে প্রতিষ্ঠিত টরকী বন্দর গিয়ে শেষ হয়েঠে।

বিদ্যালয় প্রতিষ্ঠার পরিচিতি : উত্তর রমজানপুর গ্রামে জন্মগ্রহন করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব) ইঞ্জিনিয়ারেএম মোশাররফ হোসেন নামে একজন হৃদয়বান পুরুষ। বিশাল হৃদয় ও ব্যক্তিত্বের অধিকারী এই মহিমান্বিত মানুষটি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় তার নিজ উপজেলাসহ বৃহত্তর ফরিদপুর ও বরিশাল জেলার অগণিতে লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে সকল স্থানে সমাদৃত হয়ে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। এছাগা গ্রামের কিছু শিক্ষানুরাগীর পরামর্শে সাড়া দিয়ে নিজ অর্থায়নে ও মরহুম তোফাজ্জেল হোসেন হাওলাদার, মরহুম ভাসাই হাওলাদার(বাদশা মিয়া) আবজাল হাওলাদার. আজিমুদ্দিন হাওলাদার নিজ নামীয় প্রায় ১.৩৭ একর জমিদান করে এলাকায় শিক্ষা প্রসারের লক্ষে ১৯৭৩ খ্রি: উত্তর রমজানপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এলাকাবাসীর চাহিদা ও ম্যানেজিং কমিটির সিন্ধান্ত মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ শিক্ষ অনুমোদন করে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে উত্তর রমজানপুর ‍নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামকরণ করা হয়।

থাকি যেথা সবে মিলে নাহি কেহ পর- এই মতাদর্শের ভিত্তিতে উত্তর রমজানপুর গ্রামে দাড়িয়ে আছে একটি ফাজিল মাদরাসা, একটি দাখিল মাদরাসা  ৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ. একটি পলিটেকনিক ইনস্টিটিউট। বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি সরকারি ক্লিনিক, যার কারনে প্রতিনিয়ত পরিবেশ হয়ে থাকে মন মুগ্ধকর ওস্বপ্নীল। বিদ্যালয়টি উত্তোরত্তর উন্নতি ও সাফল্য কামনা করে এলাকাবাসী।

© All rights reserved © 2023
Maintenance BY School Web