০১-০১-১৯৭৩ খ্রি: উত্তর রমজানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এলাকাবাসীর চাহিদা অত্যন্ত দারিদ্রপীড়িত শিক্ষার্থীর কথা বিবেচনা করে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক ০১-০১-২০১৫ খ্রি: হতে সহশিক্ষা অনুমোদন দেয়। বর্তমানে বিদ্যালয়টির নাম উত্তর রমজানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশ সু সমৃদ্ধ একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বাহ্যিক ও আভ্যন্তরিন দিক থেকে এটি একটি আকর্ষনীয় তো বটেই আবার প্রাণবন্ত ও প্রস্ফুটিত। বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা অতীব সুন্দর ও চমৎকার। শিক্ষার্থীর সংখ্যা(প্রাথমিক শাখাসহ) প্রায় ২১০ জন। বর্তমান সরকার শিক্ষাকে গতিশীল, স্বচ্ছ, সফল ও বাস্তবমুখী করেছেন এর সাথে যোগ করেঝে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ডায়নামিক ওয়েবসাইট, শিক্ষকি ও শিক্ষার্থীর ডিজিটাল হাজিরা এতে নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবচিত্র খুঁজতে বা সংরক্ষন করতে সহজতর হবে। এর দ্বারা সকলেই উপকৃত হবে বলে আমি ধারনা করি। দ্রুততমভাবে যে কোন স্থানে বসেই যার যখর যা প্রয়োজন তা স্বচক্ষে দেথে নিশ্চি হবার এটা কতটা সু ব্যবস্থা তা প্রশংসা করে শেষ করা অসম্ভব । বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য আবশ্যক । এই ডিজিটাল ওয়েবসাইটের মাধ্যমে সমস্থ জড়তা , অবহেলা ও কালক্ষেপন ধ্বংশ করে সূর্যালোকের মত প্রতিষ্ঠানটি সকলের কাছে সুস্পষ্ট হবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়টি উন্নয়নকল্পে যারা জড়িত ছিল এবং আছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমিন।
প্রধান শিক্ষক
উত্তর রমাজনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
কালকিনি, মাদারীপুর।