1. jmitsolution24@gmail.com : support :
  2. sch110676@gmail.com : UTTTAR RAMJANPUR JUNIOR GIRLS HIGH SCHOOL : UTTTAR RAMJANPUR JUNIOR GIRLS HIGH SCHOOL

সভাপতির বাণী

আমি জেনে আজ খুব আনন্দিত এই জন্য যে, উত্তর রমজানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আজ জ্ঞান, বিজ্ঞান ও সৃজনশীলতায় দক্ষতার সাথে নিজেদের অবস্থান করে নিয়েছে।  এই জন্য আমি প্রতিষ্ঠানের সকলকে প্রাণঢালা অভিনন্দন জানাই। নিয়মিত অধ্যয়নের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়ানুশীলন ও ধর্মীয় মূল্যবোধ চর্চায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। মনোরম পরিবেশ , বিশাল ক্যাম্পাস, দক্ষ ব্যবস্থাপনা ও একদল তরুন মেধাবী শিক্ষকের সমন্বয় গড়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠান উত্তর রমজানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত জ্ঞান বিজ্ঞানের সমন্বয় গঠিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। আমি গভীর শ্রদ্ধা ও সম্মানচিত্তে স্মরণ করছি বিশিষ্ট দানবীর বিগ্রেডিয়ার জেনারেল(অব) ইঞ্জিনিয়ার এম মোশাররফ হোসেন, মরহুম তোফাজ্জেল হোসেন হাওলাদার, মরহুম বাদশা মিয়া, আবজাল হাওলাদার, মরহুম আজিমুদ্দিন হাওলাদার যাদের দানকৃত জমির উপর প্রতিষ্ঠিত আমাদের প্রতিষ্ঠান। এছাড়াও প্রতিষ্ঠাকালীন সময়ে এলাকার শিক্ষানুরাগীসহ  যেসকল ব্যক্তিবর্গ বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে সহযোগিতা করেছেন তাদের সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। পরিশেষে আগামীর দক্ষ মেধাবী মানবসম্পদ গড়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি অগ্রনী ভূমিকা রাখবে এই প্রত্যাশায় আমি উত্তর রমজানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করি।

© All rights reserved © 2023
Maintenance BY School Web